রংপুর বিভাগসারাদেশ

নওগাঁয় চন্ডিপুর ইউপি চেয়ারম্যানের উদ্যোগে হাটে ডাস্টবিন বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেদারুল ইসলাম মুকুলের ব্যক্তিগত উদ্যোগে মাদারমোল্লা হাটে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। আজ সোমাবার চেয়ারম্যান নিজে ভ্যান চালিয়ে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন হাটের বিভিন্ন পয়েন্টে স্থাপন করেন। ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে ইউপি চেয়ারম্যানের এ ধরনের উদ্যোগকে সকলেই স্বাগত জানিয়েছে। হাটের মিজানুর রহমান নামের এক কসমেটিক দোকানের মালিক বলেন, ইউনিয়ন পর্যায়ে আমরা এই সুযোগ যে পাব তা কল্পনাও করতে পারিনি। হাটে নোংরা আবর্জনা মানুষ যেখানে সেখানে ফেলায় পরিবেশ নস্ট হতো। আশা করছি এখন এর থেকে পরিত্রান মিলবে। জানতে চাইলে এ ব্যাপারে চেয়ারম্যান বেদারুল ইসলাম বলেন, ইসলাম ধর্মে বলা হয়েছে পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই তিনি নোংরা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সকলকে ডাস্টবিন ব্যবহারের অনুরোধ করেন। তিনি আরও বলেন,পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনীয় এলাকায় আরও ডাস্টবিন দেওয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button