সারাদেশ

নওগাঁয় প্রযুক্তি-ই হোক নারী মুক্তির দিশা প্রকল্পের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ‘প্রযুক্তি-ই হোক নারী মুক্তির দিশা’ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন, নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় এবং নওগাঁ আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যেগে এ কার্যক্রম পরিচালিত হবে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তাজুল ইসলাম তোতার সভাপতত্বি এসময় নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁর সদর মডেল থানার ওসি সোহরাওয়াদী হোসেন, আ’লীগ নেতা শাহ পরান নয়ন, ময়নুল হাসান রানা, ইমরান হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক আহসানুল হাবীব রাজন সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button