রাজশাহী বিভাগসারাদেশ

নাচোলে চিরনিদ্রায় শায়িত বীরমুক্তিযোদ্ধা ইসরাইল হক চেয়ারম্যান

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা একাধিকবারের জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্ব ২নং ফতেপুর ইউপির চেয়ারম্যান নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নাচোল ডায়াবেটিক সমিতির আজীবনসদস্য ইসরাইল হক (৭০)। তাঁর পারিবারিক সুত্রে জানা গেছে, ২ জুলাই বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ খোলসী গ্রামে একটি শালিসের রায় ঘোষণা শেষে উত্তেজিত জনতাকে সংবরণ করতে গিয়ে উচ্চ রক্তচাপ জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ৩ জুলাই শক্রবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় খোলসী সরকারি কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হকের জানাজার পূর্বে নাচোল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব-অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, অফিসার ইন্চার্জ সেলিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান। ইসরাইল হক ১৯৯৮ খ্রি. পূর্ব পরপর দুই মেয়াদে উপজেলার ফতেপুর ইউপিসদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯৮ খ্রি. থেকে ২০১১খ্রি. পর্যন্ত দুই মেয়াদে এবং সর্বশেষ ২০১৬ খ্রি. থেকে ২০২০ খ্রি. ২ জুলাই পর্যন্ত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন রত অবস্থায় উচ্চ রক্তচাপ জনিত অসুস্থতায় মৃত্যুরকোলে ঢলে পড়েন। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন সাবেক এমপি মু. জিয়াউর রহমান, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, এমপি ডাঃ সামিউল আহাম্মেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খানসহ স্থানীয়রা। তাঁর মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button