সারাদেশ

নীলফামারীর ডিমলায় একই ব্যক্তির দুই কবর

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলার ২নং বালাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিজ সুন্দর খাতা গ্রামের বাসিন্দা নজির উদ্দির মাষ্টার (আওয়ামীলীগের সাবেক ওয়ার্ড সভাপতি) এর ছোট ভাই নুর ইসলাম গত ০৩/০৫/২০২০ ইং তারিখ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উচ্চ রক্তচাপে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে নিজ বাড়ীতে নিয়ে আসে নজির উদ্দিনের দলিলকৃত সম্পত্তিতে পারিবারিক কবর স্থানে তার দাফন কার্য সম্পন্ন করার জন্য কবর খুড়িলে এলাকার প্রভাবশালী ব্যক্তি আফরাইম আল মিছরী বাবলুর নেতৃত্বে ৫/৭ জন ব্যক্তি নুর ইসলামের কবর দিতে বাধা প্রদান করেন। এ বিষয় নজির উদ্দিন বাধা প্রদান করিলে আফরাইম আল মিছরী বাবলু সহ তার পাল্লাভূক্ত লোকজন নজির উদ্দিন সহ তার ছেলে মমতাজুর রহমানকে বেদম ডাংমার করিয়া রক্তাক্ত জখম করে কবরটিতে কলাগাছ ফেলিয়ে কবর বন্ধ করে দিয়ে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। পরে নজির উদ্দিন সহ মৃত নুর ইসলামের পরিবারের লোকজন অন্যত্র কবর সম্পন্ন করেন। এ বিষয় মৃত্যুর পরিবার সহ এলাকাবাসীগনের মধ্যে তীব্র ক্ষোপের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারী সংবাদকর্মীকে জানান। এ প্রসঙ্গে নজির উদ্দিন বাদী হয়ে অফিসার ইনচার্জ, ডিমলা থানা, নীলফামারী বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। নজির উদ্দিন আরো বলেন যে, একই ব্যক্তির দুই স্থানে লাশ দাপন করার কারনে আমি উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠ বিচার কামনা করছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button