আন্তর্জাতিক

করোনাঃ ভারতে ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৯ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ভারতে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন।  সে হিসেবে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৭ জনে। খবর এনডিটিভির

ভারতের সরকারি একটি পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ জামাতের সদস্য। গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, যাতে যোগ দেন অনেক বিদেশিও। ওই জমায়েত থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা দেশে।

এদিকে ভারতে করোনাভাইরাস সংক্রমণ রোধে পুরো দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। এই সময় দেশবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের না হওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই লকডাউন চলবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button