রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে ট্রাফিক সার্জেন্টের ধাওয়ায় ধরা পড়লো ছিনতাইকারী

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে গতকাল সোমবার ১ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় ট্রাফিক সার্জেন্টের হাতে ধরা পড়লো এক ছিনতাইকারী।

ঘটনার বিবরণে জানা যায়, লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর বাজারের মুদি ব্যবসায়ী অবসর প্রাপ্ত সেনা সদস্য মোস্তাফিজুর রহমান (৪২) সোনালী ব্যাংক ক্যান্ট শাখা থেকে ৩ লাখ টাকা তুলে শহরে আসেন শিশু খাদ্য কেনার জন্য। সেখানে দোকানে ওত পেতে থাকা ছিনতাইকারী শেখ মাহমুদ (৫০) ওই মুদি ব্যবসায়ীর ব্যাগ থেকে উল্লেখ পরিমাণ টাকা বের করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার করেন। পাশেই কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আশরাফ কোরাইশী দৌড় দিয়ে ঘটনাস্থল থেকে ৫০ গজ দূর মদিনা মোড়ে ওই ছিনতাইকারীকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রমিজ আলম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সৈয়দপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button