রংপুর বিভাগসারাদেশ

কুড়িগ্রামে অগ্নিকান্ডে ২ টি দোকান পুড়ে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চর কৃষ্ণপুরে বল্টুর মোড়ে থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে ২ টি দোকান আগুনে পুড়ে  প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
 মঙ্গলবার (১২ জানুয়ারী)  রাত তিন ঘটিকায় বল্টুর মোড়ে এ অগ্নিকান্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী মুরাদ হাসান জানান,গভীর রাতে ইউসুব আলীর ইলেকট্রনিকস দোকান থেকে  আগুনের  উৎপত্তি হয়ে রিয়াজুলের মুদির দোকান পর্যন্ত বিস্তৃত হয়। দুটি দোকান পাশাপাশি  হওয়ায় ক্ষতির পরিমান বেশি হয়েছে। আমরা সবাই ছুটাছুটি করে এসে দুই দোকানের কিছু  মালামাল বের করতে পারলেও অধিকাংশই পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রসঙ্গে বললে তিনি জানান, নদী-চরাঞ্চল যোগাযোগ বিছিন্ন এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আসতে পারে না।
চর কৃষ্ণপুর ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম রবি বৈদ্যুতিক শর্ট সার্কিটের  আগুনে একটি মুদির দোকান অন্যটি ইলেকট্রনিকসের দোকান পুড়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button