রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)‘র উদ্যোগে সোমবার রংপুর রোড গোকুল বগুড়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সভা কক্ষে সকল স্বাস্থবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

পিইউবি‘র ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইমিরেটাস প্রফেসর ড. এম আফজাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিইউবি‘র বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি)‘র ভাইস-চেয়ারম্যান: ডাঃ মোঃ মতিউর রহমান, ট্রেজারার ও ডিন প্রফেসর মোঃ নজরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ আলাউদ্দিন, বিওটি‘র চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ খোরশেদ আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক.কর্মকর্তা,কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button