খেলা

মিনহাজুল টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছেন

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন তার লক্ষ্য, টেস্টে ক্রিকেটের জন্য ভালো খেলোয়াড় বের করা।

প্রশ্ন : কন্ডিশনিং ক্যাম্পে ৩৫ জনকে নেয়ার কারণ কী?

মিনহাজুল : এই ক্যাম্প টেস্ট ও টি ২০ সিরিজ সামনে রেখে করা হয়েছে। ক্রিকেটাররা অনেকদিন ফিটনেস নিয়ে চর্চার বাইরে ছিল। এই সময়ে কিছু খেলোয়াড়কে দেখে নেয়া যাবে। প্রশ্ন : আবারও প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন। এবার পরিকল্পনা কী?

এসব চিন্তা করে আমাদের ‘এ’ দলের জন্য দীর্ঘ পরিসরের ক্রিকেটের সূচি করা হয়েছে। আগামী মাসে ‘এ’ দল শ্রীলংকা সফরে যাচ্ছে। সেখানে তিনটি চারদিনের ম্যাচ খেলবে তারা। ওয়ানডে ও টি ২০ নিয়েও পরিকল্পনা আছে। টি ২০ বিশ্বকাপ ঘিরে বিপিএল থেকেই কাজ করা শুরু হবে। এছাড়া আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও ছেলেদের দেখে নেয়ার ভালো সুযোগ।

 

প্রশ্ন : মাশরাফির বিষয় নিয়ে কী বলবেন?

মিনহাজুল : মাশরাফির ইনজুরি নিয়ে আমরা ফিজিওর কাছ থেকে কোনো আপডেট পাইনি। আপডেট পাওয়ার পর ওর ফিটনেস দেখার জন্য ওকে ডাকা হয়েছে। চিকিৎসকের কথা শুনেই তাকে নেয়া হয়েছে।

প্রশ্ন : এনামুল হক ও নুরুল হাসানকে নিয়ে পরিকল্পনা?

মিনহাজুল : ওদের ‘এ’ দলের সঙ্গে রাখা হয়েছে। আমাদের হাতে ৬০ জন খেলোয়াড় রয়েছে। সবাইকে ‘এ’ দল, এইচপি ও বিসিবি একাদশে খেলানোর পরিকল্পনা করে রেখেছি। সামনে ‘এ’ দল খেলবে শ্রীলংকায়। সেপ্টেম্বরে এইচপি দল ভারত সফরে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে। এছাড়া সামনে দুটি আন্তর্জাতিক সিরিজ। এখান থেকে অনেক খেলোয়াড় দেখার সুযোগ হবে।

প্রশ্ন : সাইফউদ্দিনের অবস্থা কেমন?

মিনহাজুল : চিকিৎসকের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে তাকে কন্ডিশনিং ক্যাম্পে নেয়া হয়েছে। তবে শুধু রানিং করতে পারবে সে। ব্যাটিং, বোলিং করতে পারবে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button