রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪০৭ জনে দাঁড়াল

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০৭ জনে।
বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান,  নতুন করে আক্রান্ত ৭৭ জনের মধ্যে পুরুষ ৫৪ জন, নারী ১৩ জন ও শিশু ১০ জন। শজিমেকের ল্যাবে ১৮৮ নমুনা পরীক্ষার ফলাফলে ২৫ জন পজিটিভ এবং টিএমএসএস এর ল্যাবে ১৬০ নমুনা পরীক্ষার ফলাফলে ৫২জনের পজিটিভ আসে।
এ পর্যন্ত জেলায় ২৪০৭ জনের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৩৮ জন, শাজাহানপুর উপজেলায় ১০ জন, নন্দীগ্রাম উপজেলায় ১০ জন, কাহালু উপজেলায় ৪ জন, দুপচাচিয়া উপজেলায় ৫ জন, সারিয়াকান্দি উপজেলায় ৪ জন, শিবগঞ্জ উপজেলায় ৩ জন, ধুনট উপজেলায় ২ জন ও শেরপুর উপজেলায় ১ জন।
বগুড়ায় এ পর্যন্ত মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ২৭৪ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button