সারাদেশ

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে রিকশাচালকের মৃত্যু

বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। পেশায় রিকশাচালক ওই ব্যক্তির বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) শফিক আমিন কাজল “জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে ওই ব্যক্তি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তিনি ১০ দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন। তার পরিবারের কেউ ঢাকা ফেরত ছিলেন না। তবে অটোরিকশা চালক হওয়ার কারণে করোনাভাইরাসে আক্রান্ত কারো সংস্পর্শে এসে থাকতে পারেন তিনি।
আরএমও জানান, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button