রাজশাহী বিভাগসারাদেশ

বড়াইগ্রামে জিন হাজির করে অপচিকিৎসা দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে জোনাইল ইউনিয়নের বন্নি গ্রামে লোকমান হোসেনের স্ত্রী কবিরাজ বিনা(৪০) অলৌকিকভাবে জিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে মোটা অংকের টাকার বিনিময়ে মানুষের সাথে প্রতারণার করার অভিযোগ উঠেছে এলাকাবাসী জানান বীনা কবিরাজ দীর্ঘদিন ধরে সুকৌশলে জিন হাজির করে চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে থেকে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে এলাকাবাসী। অসুস্থ ব্যক্তিরা বিভিন্ন চিকিৎসার জন্য তার কাছে গেলে সে বলে আপনাদের বাড়িতে তাবিজ আছে এটা জিনের মাধ্যমে উঠিয়ে নিয়ে আসতে হবে তা না হলে আপনাদের বড় ধরনের ক্ষতি হবে। সে নিজে শামুকের মধ্যে বিভিন্ন লতাপাতা ঢুকিয়ে দিয়ে ভুক্তভোগীদের বলে যে জিন তাবিজ কবজ সবকিছু শামুকের মধ্যে উঠিয়ে নিয়ে এসেছে আর কোন সমস্যা নেই এমন কথা বলে টাকা হাতিয়ে নেয় বলে জানা যায়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য আসে এবং তাদের সাথে প্রতারণা করে মোটা অংকের টাকা নেয়। ভুক্তভোগী স্থানীয় খোকসা গ্রামের আজিজ উদ্দিনের স্ত্রী এবং বোনের নিকট থেকে চিকিৎসার কথা বলে ৬০০০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন বলে তারা দাবি করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button