সারাদেশ

বাগাতিপাড়ায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে নদীতে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ্যভাবে গ্যাস ট্যাবলেট (এক প্রকার মারাত্মক বিষ) দিয়ে বিভিন্ন প্রজাতীর মাছ শিকারের অভিযোগ উঠেছে হারুনুর রশিদ নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক উপজেলার চাঁদপুর বিএম কলেজের ভোকেশনাল শাখার শিক্ষক ও রহিমানপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে উপজেলা মৎস্য অফিসকে জানালেউ কোন পদক্ষেপ গ্রহন করেনি বালে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার হটাৎ করে উক্ত নদীর রহিমানপুর এলাকায় বিভিন্ন প্রজাতীর মাছ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর নিয়ে জানা যায় গত মঙ্গলবার বিকেলে স্থানীয় শরিফুল ইসলামের সাথে নদীতে বিষ দিয়ে মাছ ধরার পরিকল্পনা করে শিক্ষক হারুন। সে মোতাবেক রহমিানপুর বাজারের আল-আমীন এগ্রো এন্টার প্রাইজ থেকে ১০০টি গ্যাস ট্যাবলেট ক্রয় করেন ওই শিক্ষক। রাতেই ওই বিষ ছিটিয়ে দেয় রহিমানপুর গ্রাম এলাকার বড়াল নদীর মল্লিকপুর ঘাটে ঝিকরার দহে। পরের দিন অর্থাৎ বুধবার ওই এলাকার নদীর পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে উঠতে থাকলে জাল দিয়ে তা ধরে নেয় শিক্ষক হারুন ও শরিফুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে ঘটনা ধামা চাপা দেবার নানা অপচেষ্টা করেন তারা। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা মৎস্য অফিসকে অবহিত করে। তবে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি মৎস্য অফিস।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button