খুলনা বিভাগসারাদেশ

বেনাপোল দিয়ে ভারত থেকে কাঁচাপণ্য আমদানি শুরু

যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধি: সম্প্রতি বানিজ্য সংক্রান্ত ভারত বাংলাদেশের বৈঠকের পর দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে কাঁচাপণ্য আমদানি শুরু হয়েছে রেল ওয়াগানে।
সোমবার বেলা ১২ টার দিকে ভারতীয় রেল ওয়াগানে ২ কনসার্নমেন্ট মরিচ নিয়ে বেনাপোল প্রবেশ করেছে।
ঢাকার আমদানি কারক হাফিজ কর্পোরেশন ৩২৫৩ বস্তা ও রেপসাল ট্রেটিং নামে অন্য একটি আমদানি কারক ৪৬৪০ বস্তা শুকনো মরিচ আমদানি করে। হাফিজ কর্পোরেশন আমদানিককৃত শুকনো মরিজ ছিল ১ লাখ ৪০ হাজার ৮৫২ কেজি এবং রেপসাল ট্রেডিং এর ১ লাখ ৯৫ হাজার ৭০৮ কেজি।
ভারত থেকে আমদানি পণ্যর খালাসকৃত সিএন্ডএফ এজেন্ড বেনাপোলের মোশারফ ট্রেডার্স ও আলম এন্টারপ্রাইজ।
মোশারফ ট্রেডার্সের ম্যানেজার মোস্তাফা জানান, ভারত থেকে ট্রেনে পণ্য আমদানি হলে খরছ কম হবে এবং একসাথে বেশী পন্য এবং রোদ বৃষ্টি থেকে নিরাপদে পণ্য গন্তব্য পৌছাবে।
বেনাপোল চেকপোষ্ট কার্গো শাখার এআরও শামিম আহমেদ বলেন, ভারত থেকে ওয়াগানে আসা দুটি কনসার্নমেন্ট এর বেনাপোল কাস্টমস এর আনুষ্ঠানিকতা শেষে গন্তব্য চলে যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button