রংপুর বিভাগসারাদেশ

বোচাগঞ্জে করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনায় করোনা পজিটিভ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে করোনা উপসর্গে মৃত্যু হবার পর করোনা আক্রান্তের রির্পোট এসেছে। এনিয়ে উপজেলায় করোনায় মোট আক্রান্ত ১৭ জন। আর জীবিত অবস্থায় নমূনা দিয়ে মৃত্যুর পর বিপর্োাট আসে দুই জনের। দিনাজপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মৃত্যুর পর করোনা আক্রান্ত হয়ে বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের মাহেরপুর তেতেরা এলাকায় জয়নাল আবেদীন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ৪/৫ দিন ধরে জ্বর-সর্দি-কাশি এবং গলাব্যাথায় ভুগছিলেন। ২৩ জুন তার করোনা পরীক্ষার জন্য পিসি আর ল্যাবে নমুনা দেয়া হলে, শুক্রবার ২৬ জুন সকালে তার মৃত্যু হয়। রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। মুত জয়নাল আবেদীন সেনাবাহিনীর (অবঃ) সৈনিক ছিলেন বলে এলাকাবাসি সূত্রে জানা গেছে। মৃত ব্যক্তির স্বজন দের নমূনা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে, বোচাগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস জানান,দিনাজপুর পিসিআর ল্যাবে নমূনা জটের কারনে নুতন করে নমূনা সংগ্রহ করা সম্ভব হচ্ছেনা। কারো মধ্যে উপসর্গ দেখা দিলে ব্যক্তিগত উদ্যোগে নমূনা প্রদান করতে বলেন তিনি। মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তি ও স্বজনদেও নমুনা সংগ্রহ কওে হোম কোয়ারেন্টানে রাখার দাবী জানিয়েছেন সচেতন মহল। জেলা সিভিল সার্জন ডা মোঃ. আব্দুল কুদ্দুস জানান, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জেলার নমুনা পরীক্ষা করে ৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদরে ২ জন, খানসামায় ৩ জন, কাহারোলে একজন এবং চিরিরবন্দরে একজন রয়েছে।এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ৫৬৩ জন। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১১ জনের।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button