সারাদেশ

ফরিদপুর ভাঙ্গায় খাদ্যবান্ধব কর্মর্সচীর ৬ বস্তা চাল জব্দঃআটক-২,ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ৬ বস্তা ও,এম,এস এর চাল গোপনে বিক্রয় কালে জব্দ করে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে উপজেলার চান্দ্রা ইউনিয়নের হালিম মোল্লার ছেলে ভ্যানচালক আলমগীর মোল্লা ওরফে কালা(২৫) ও একই গ্রামের মওলাদাদ ফরাজী। শুক্রবার বিকালে স্থানীয়দের সহায়তায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের আলমগীর মোল্লার বাড়িতে তল্লাশী চালিয়ে একটি ঘর থেকে এসব চাল জব্দ করার পাশাপাশি তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান আলমগীর মোল্লাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং ইউপি মেম্বর মিজানুর রহমান লিটু মোল্লার বিরুদ্বে উপজেলা খাদ্য কর্মকর্তার মাধ্যমে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় মওলাদাদ ফরাজীকে ঘটনায় জড়িত না থাকায় ছেড়ে দেয়া হয়। স্থানীয়রা জানান, দীর্ঘ্যদিন যাবৎ বিভিন্ন কৌশলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর(ওএমএস) আওতায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত প্রকল্পের চাল চান্দ্রা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বর মিজানুর রহমান লিটু মাতুব্বর একটি সিন্ডিকেট তৈরী করে ওই গ্রামের আলমগীর মোল্লাসহ কয়েকজনের মাধ্যমে বিভিন্ন সময়ে গোপনে বিক্রয় করে আসছিল। শুক্রবার ওই চাল গোপনে বিক্রয়কালে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে দ্রæত উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান, সহকারী কমিশনার(ভ’মি) মোঃ আলামীন , ইউ,পি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে কর্মকর্তারা দ্রæত ঘটনাস্থলে গিয়ে চালগুলো জব্দ করেন এবং তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খান বলেন, হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব কর্মসূচীর (্ওএমএস) চাল গোপনে বিক্রয় হচ্ছে ,এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাড়িটি তল্লাাশি চালিয়ে হাতেনাতে চালের বস্তাগুলো জব্দ করে ২ জনকে আটক করা হয়। পরে আলমগীর মোল্লাকে ৩ মাসের শশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। এতে জড়িত উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউ,পি সদস্য লিটু মোল্লাকে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় তার বিরুদ্বে উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের এবং সদস্য পদ বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হরেয়ছে।এদের বিরুদ্বে মামলার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button