রাজশাহী বিভাগসারাদেশ

টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ টিএমএসএস ও হারভেস্ট প্লাসের উদ্যোগে গতকাল রবিবার বগুড়ার নূনগোলা ইউনিয়নের দাঁড়িয়াল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হারভেস্ট প্লাসের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অফিসার মোঃ জাকিউল হাসান, টিএমএসএস এর জোনাল ম্যানেজার মোঃ মাহবুবুর রহমান মিঠু,স্থানীয় কৃষক মোঃ মতিউর রহমান ও মোঃ ওয়াজেদ আলী প্রমুখ।
এই মৌসমে বগুড়া ও গাইবান্ধা জেলার উল্লেখযোগ্য সংখ্যক কৃষক জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ ও ৮৪ এর চাষ করেন। প্রশিক্ষণের মাধ্যমে এই ধান চাষে তাদেরকে উৎসাহিত করা হয়। এই ধানের বিঘা প্রতি ফলন হয় ২৭ থেকে ৩০ মণ। ব্রি-৭৪ ও ৮৪ এর চালে প্রতি কেজিতে ২৪ মিলিগ্রাম জিংক থাকে। উক্ত চালের ভাত খেলে মানুষের শরীরে জিংকের অভাব পূরুন হয়। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। জিংক সমৃদ্ধ ধানে পুষ্টিগুন ও ফলন বেশী হওয়ায় এই ধান চাষে কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button