সারাদেশ

ভাঙ্গায় হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরনসহ নানা কর্মসূচী নিয়েছে থানা পুলিশ

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে অব্যাহতভাবে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন মানবিকতার স্বাক্ষর রেখে চলেছে। মানুষ যখন করোনার বৈশ্বিক মহামারীতে বিপর্যস্ত তখন আমাদের দেশের অধিকাংশ মানুষ কর্মহীন হয়ে চরম খাদ্য সংকটে ভ’গছে।এমন অবস্থায় সারা দেশের ন্যায় করোনা যুদ্বে প্রথম সারীতে রয়েছে পুলিশ সদস্যরা। এসব করোনা সৈনি দের মধ্যে ভাঙ্গা থানার পুলিশ সদস্যরাও পিছিয়ে নেই। চলমান নানা প্রশংসামূলক কর্মকান্ডের অংশ হিসেবে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান থানার আশপাশে বসবাস করা এবং ভাসমান অসহায়দের খাদ্যসামগ্রী দেওয়া অব্যাহত রেখেছেন। গত ২ দিন তিনি তার নিজস্ব অর্থ দিয়ে বিপুল সংখ্যক কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে এসে দাড়িয়েছেন। আর এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে ভাঙ্গায় প্রথমবারের মত ৩ জন করোনা আক্রান্তদের বাড়িতে থানার অফিসার ইনচার্জের শফিকুর রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরুপ ভিটামিন সি জাতীয় ফলসহ বিভিন্ন ফলমুল পাঠানো হয়েছে। তাছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের নানা পরামর্শ এবং যেকোন সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত ৩ জনের মধ্যে হাসপাতালে কর্মরত নার্স শরিফা আক্তার এ্যানীকে আ্ইসোলেশনে পাঠানো হয়েছে। এদিকে আক্রান্ত তিন জনের পরিবারের ১৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেলে পাঠান হয় ।তিন পরিবারের সকলের রির্পোট নেগেটিভ এসেছে। অপরদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মরত ওই নার্সের শরীরে করোনা সনাক্ত হওয়ায় সাময়িকভাবে জরুরীসেবা ছাড়া হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে বলে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গনেশ চন্দ্র সাহা জানান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button