রাজশাহী বিভাগসারাদেশ

ভারতে আটকে থাকা পেঁয়াজবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
 অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজবাহী ট্রাক আসা শুরু হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১ টার দিকে পেঁয়াজবাহী ট্রাকগুলো সোনামসজিদ স্থলবন্দরে ১৭৫ মেট্রিক  টন পেঁয়াজ প্রবেশ করে বলে জানিয়েছেন পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান, ১৪ সেপ্টেম্বরের আগে খোলা এলসির বিপরীতে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
অনুমতির পর আজ শনিবার থেকে পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়েছে। সোনামসজিদের ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় দুই শতাধিক ট্রাক আটকে আছে। এছাড়া বেশ কিছু ট্রাক পথে রয়েছে বন্দরের আসার জন্য। পর্যায়ক্রমে পেঁয়াজবাহী সব ট্রাক প্রবেশ করবে বাংলাদেশে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button