সারাদেশ

ভোলায় মাটির নিচ থেকে সরকারি চাল উদ্ধার, ইউপি সদস্যসহ আটক ২

ভোলার লালমোহন উপজেলায় দুই দিন বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

রবিবার দুপুরে লালমোহনের নাজিরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর টিটিয়া গ্রাম থেকে ওই ইউনিয়নের ইউপি সদস্য জুয়েলের ঘরের মাটি খুঁড়ে ও লাকরি রাখার ঘর থেকে ৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপি সদস্য জুয়েলের বাড়িতে সরকারি খাদ্য বিভাগের সিল মারা ৭ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় ইউপি সদস্য জুয়েলকে না পেয়ে তার বাবা আবদুর রাজ্জাক নান্নু হাওলাদারকে আটক করা হয়।

এছাড়া শনিবার অভিযান চালিয়ে লালমোহনের বদরপুর ইউনিয়ন পরিষদের পাশ থেকে বিভিন্ন বাসা-বাড়িতে ও সমিলের কাঠের গুড়োর মধ্যে লুকিয়ে রাখা সরকারি ১৫ বস্তা চাল উদ্ধার করে ট্যাগ অফিসার ও পুলিশ। সরকারি চাল উদ্ধার করার ঘটনায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের ভাতিজা ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমর ফারুককে নিজ বাড়ি থেকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button