খুলনা বিভাগসারাদেশ

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক সহ ১৭জন আটক

মঙ্গলবার ভোরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৩ ভারতীয় নাগরিক সহ ১৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ,মঙ্গলবার ভোরে বাঘাডাঙ্গা বিওপির টহল দল বাঘাডাঙ্গা গ্রামের একটি আম বাগানের ভিতর থেকে শিশু ও নারী সহ ১৪জনকে আটক করে। আটককৃতরা হলেন, মাগুরা জেলার সদর থানার লস্করপুর গ্রামের মইন শেখের ছেলে জয়নাল শেখ,ফরিদপুর জেলার মধুখালী থানার কোঠরাকান্দি গ্রামের ওয়াসিম চৌধুরীর ছেলে পল চৌধুরী, যশোর জেলার অভয়নগর থানার আমতলি গ্রামের মহাসিন মীরের ছেলে জনি মীর, মনির মীরের মেয়ে শামীমা, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার জহরকান্দি গ্রামের বাসুদেব বাগচীর ছেলে প্রশান্ত বাগচী,প্রশান্ত বাগচীর স্ত্রী স্বরশতি, খুলনা জেলার খানজাহার আলী থানার ঝুখিফুল গ্রামের আবুল খানের ছেলে জাকারিয়া খান,জাকারিয়া খানের স্ত্রী কেয়া,একই জেলার ফুলতলা থানার পশ্চিমপাড়া গ্রামের আমজেদের মেয়ে আমেনা খাতুন,রুপসা থানার শ্রীফলতলা গ্রামের রাজিব মোল্লার স্ত্রী নিলিমা খাতুন,ডুমুরিয়া থানার খাড়িবুনিয়া গ্রামের অঘোয় সরকারের স্ত্রী স্মৃতি সরকার ও তার ছেলে হৃদয় সরকার, জামালপুর জেলার ইসলামপুর থানার দিল্লীপাড় গ্রামের নজরুলে মেয়ে নিলা,ঢাকা জেলার শিশির দেওয়ানজির ছেলে দিবাকর দেওয়ানজি। অন্যদিকে মাটিলা বিওপির টহল দল মাটিলা বটতলা মোড় থেকে ভারতের চব্বিশপরগুনা জেলার বনগা থানার গানপুর গ্রামের সুকেশ দাসের স্ত্রী সুমিত্রা দাস ও তার শিশু কন্যা পায়েল দাস এবং সন্তোষ দাসের স্ত্রী সুচিত্রা দাসকে আটক করে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে পৃথক পৃথক মামলা হয়েছে। আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button