খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় করোনা মহামারীতে চরম বিপাকে গরুর খামারিরা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় মহামারী করোনা ভাইরাসের কারনে চরম বিপাকে পড়েছেন গরুর খামারিরা। উপজেলাতে মোট ছোট বড় মিলে প্রায় সাত শত গরুর খামার আছে। এক বছর ধরে এ সব খামারে গরু পালন করছেন পবিত্র ঈদুল আযহায় বিক্রির জন্য। কিন্তু করোনার কারনে গরু বিক্রি করা নিয়ে সকল খামারিরা চরম দুঃশ্চিন্তায় পড়েছেন।মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় প্রতিটি গ্রামে ছোট, বড় এবং মাঝারি মিলে প্রায় ৪ শতাধিক গরুর খামারে প্রায় ৫০০ হাজার পশু আছে। এ সব খামারে বছরের পুরো সময় জুড়ে কম বেশি গরু পালন করলেও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিরা বেশি গরু পালন করেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে গরুর খামার তৈরী হয়েছে। প্রতিটি খামারে ২ থেকে ২০ টি পর্যন্ত গরু পালন করা হয়েছে। গরু পালন অত্যন্ত লাভজনক হওয়ায় এ জনপদের মানুষ দিন দিন গরুর খামারে মনোযোগী হয়ে উঠেছেন বলে অনেকে মনে করছেন। কিন্তু যখনই করোনার কথা মনে হচ্ছে তখনই যেন চরম হতাশা নেমে আসছে খামার মালিকদের মাঝে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button