খুলনা বিভাগসারাদেশ

মাগুরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধর করে ছিনতাই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় জেলার শ্রীপুর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার পরিবারের সদস্যদের মারধর কওে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার দুপুওে শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের কারণে বাড়িতে আসা ঢাবি শিক্ষার্থী তাসনিয়া জাহান স্বর্ণা তার মা ও ভাইসহ শনিবার দুপুওে অটোরিকশাযোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় মাদকসেবী তরিকুল ইসলাম লাইফের নেতৃত্বে তওহিদ, আকিদ ও ইরাদ মোল্লাসহ বেশ কয়েকজন মাদকাসক্ত যুবক রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাদেও থেকে ল্যাপটপ ক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮০ হাজার টাকা, তিনটি মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।স্থানীয়রা ঢাবি ছাত্রী স্বর্ণা ও তার ভাইকে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় এক ছিনতাইকারীকে আটক কওে স্থানীয়রা।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানায়, ওই ছাত্রীর ব্যাগ, একটি মোবাইল ও কিছু টাকাসহ ইরাদ নামের এক যুবককে আটক করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button