ঢাকা বিভাগসারাদেশ

মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, আহত ১৫

নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের সাব্বির ও ফেরদৌসসহ একটি গ্রুপ এ এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছে। তাদের ভয়ে কেউই এসবের প্রতিবাদ করার সাহস করে না।

বৃহস্পতিবার কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রকাশ্যে মাদক সেবন করছিল। এ সময় বুলু ও রাব্বি এ মাদক সেবন করা নিয়ে তাদের বাধা দিলে প্রথমে বাকবিতণ্ডা হয়।

খবর পেয়ে কিশোর গ্যাংয়ের লিডার সাব্বির ও ফেরদৌসের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল রামদা, চাপাতি, লোহার রড দিয়ে প্রতিবাদকারী দুজনকে কুপিয়ে জখম ও পিটিয়ে আহত করে।

এ সময় আশপাশের লোকজন সাহায্যের জন্য এগিয়ে এলে কিশোর গ্যাং তাদের ওপরও হামলা চালায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে নগরীর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বুলু ও রাব্বির অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ছেড়ে দেয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওমি মো. আসলাম হোসেন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button