চট্টগ্রাম বিভাগসারাদেশ

মিরসরাইয়ে সাড়ে ৪ লাখ টাকার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে সাড়ে ৪ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট নিয়ে উপজেলা ছাত্রলীগের এক সদস্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার একটি হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো চট্টগ্রাম শহরের মুরাদপুর এলাকার আবুল কালামের ছেলে মোঃ নজরুল ইসলাম (২৬) ও মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের রফিক উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব-৭, ফেনী গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বারইয়ারহাট পৌরসভার শাহ আমানত হোটেল এন্ড বিরিয়ানী হাউজ এর ভি আই পি কেবিনের ভিতর মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-৭,ফেনী ক্যাম্পের একটি আভিযানিক ওই হোটেলের ভি আই পি কেবিনের ভিতর উপস্থিত হওয়া মাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা দুই জনকে আটক করে।
পরবর্তীতে আটককৃত আসামীদেরকে তল্লাশী করে তাদের নিকট হতে সর্বমোট ৯৫৫ (নয়শত পঞ্চান্ন) পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আসামীদেরকে আটক করা হয়। তিনি আরও জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সীমান্তবর্তী এলাকা হতে এনে বারইয়ারহাট, ফেনী চট্টগ্রামসহ বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৭৭ হাজার ৫শ টাকা।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, কারো ব্যক্তিগত অপকর্মের দায়ভার সংগঠন বহন করবে না। আমরা নোমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো এবং তাকে স্থায়ীভাবে শুধু উপজেলা ছাত্রলীগের সদস্য পদ নয়, সংগঠন থেকেও বহিস্কার করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button