চট্টগ্রাম বিভাগসারাদেশ

করোনায় সীতাকুণ্ডের আ.লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলম (৪৮)।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১ টায় নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক লায়ন গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন।

এর আগে শ্বাসকষ্টে ভোগায় গত বৃহস্পতিবার ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহ আলমকে। শনিবার তার করোনা শনাক্ত হয়। বিআইটিআইডিতে আইসিইউ শয্যা না থাকায় শনিবার তাকে মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও আইসিইউ শয্যা না থাকায় একইদিন বিকেলে জেনারেল হাসপাতালে নেয়া হয় শাহ আলমকে।

জেনারেল হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে শাহ আলমের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাইপো আশরাফ শোভন। তিনি বলেন, জেনারেল হাসপাতালে একটা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে অন্তত ৭-৮ জন রোগী টানাটানি করেন। রাত ১১ টার দিকে অক্সিজেনের অভাবে আমার চাচার মৃত্যু হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button