রাজশাহী বিভাগসারাদেশ

রাজশাহীতে করোনা উপসর্গে কলেজ শিক্ষকের মৃত্যু

রাজশাহীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কবীর আহমাদ (৫০) মারা গেছেন।

শনিবার গভীর রাতে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

কবীর আহমাদ রাজশাহী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, নমুনা পরীক্ষার আগেই কবীর আহমাদ মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পর বলা যাবে।

কবীর আহমাদ রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর পোরশা। ১৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা মহিলা কলেজে যোগ দেয়ার আগে রাজশাহী সরকারি সিটি কলেজের শিক্ষক ছিলেন। সুনামের সঙ্গে চাকরি করেছেন রাজশাহী সরকারি কলেজেও। তার মৃত্যুতে সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button