সারাদেশ

রাণীশংকৈল পৌর-মেয়রসহ তার লোকজন শ্রমিক নেতাকে লাঞ্চিত ও মারপিট করার প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২৭ এপ্রিল সোমবার দুপুরে পৌরমেয়র আলমগীর সরকারসহ তার লোকজন শ্রমিক নেতাকে লাঞ্চিত ও মারপিট করার প্রতিবাদে মানববন্ধন করেছে।
উপজেলা পরিষদের মূল ফটকের সামনে রাণীশংকৈল দোকান প্রতিষ্ঠান কর্মচারী শ্রমিক ইউনিয়নসহ বেশ কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মিদের এ মানববন্ধনে অংশগ্রহণ করতে দেখা গেছে। জানা গেছে গত ২২ এপ্রিল দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন শ্রমিকরা করোনা পরিস্থিতে তাদের বকেয়া বেতন আদায়ের দাবীতে রাস্তা অবরোধ করে আনন্দোলন করে। এ ঘটনাকে কেন্দ্র করে পৌরমেয়র গত ২৪ এপ্রিল ফোনযোগে দোকান কর্মচারী প্রতিষ্ঠান শ্রমিক ইউনিয়নের  সভাপতি প্রদীপ সাহাকে বাড়িতে ডাক দেয় এবং  সভাপতি ও তার সম্পাদক সহ সংগঠনের নেতাকর্মিরা তার বাড়িতে গলে আলোচনার এক পর্যায়ে মেয়র ও তার লোকজন ঐ শ্রমিক সংগঠনের সভাপতি প্রদীপ সাহা ও কোষাধ্যক্ষ সাগর সাহাকে মারপিট করে পর এক পর্যায়ে সেখান থেকে চলে আসে হাসপাতাল ভর্তি হয়।পরদিন ২৫ এপ্রিল শনিবার সভাপতি প্রদীপ সহা বাদী হয়ে থানায় অভিযোগ করে। এরই প্রেক্ষিতে মেয়রের মারপিটের দাবীতে বিচার চেয়ে ২৭ এপ্রিল সোমবার মানববন্ধন করে। থানায় অভিযোগ সম্পর্কে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নন বলেন, অভিযোগটি ডায়রিভূক্ত করা হয়েছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রগণ করা হবে। এ ব্যপারে মেয়রের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা তার ফোন বন্ধ পাওয়া যায়।  এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button