রাজশাহী বিভাগসারাদেশ

রাত পোহালেই ধামইরহাট পৌর নির্বাচন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে রাত পোহালেই ৩০ জানুয়ারী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ পৌরসভায় ৯টি ওয়ার্ড নিয়ে ৩ জন মেয়র প্রার্থী প্রতিদন্দিতা করবেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদন্দিতা করবেন। এ পৌরসভায় মোট ১২ হাজার ৬ শ ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করবেন। সাধারণ ভোটাররা জানান, দীর্ঘ ১৫ বছর পর ভোট দিতে পারায় পৌরবাসী অনেক খুশি। ভোট প্রদানের ক্ষেত্রে যোগ্য প্রার্থী দেখে ভোট দিব। তবে বিশৃংখলা এড়াতে প্রশাসনের সার্বিক সহযোগীতায় কামনা করছেন ভোটাররা। নির্বাচনি এলাকা গুরে জানা গেছে, পৌরসভা নির্বাচনে মেয়র পদে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনিত ধানের শীষ প্রতীক ও আ’লীগ মনোনিত নৌকা প্রতিকের সাথে হাড্ডা হাড্ডি লড়াই হবে। আ’লীগ মনোনিত প্রার্থী আমিনুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা চলমান রাখতে জনগণ নৌকার প্রতীকে আবার আমাকে ভোট দেবেন। বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)র মনোনিত ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর  (চপল) বলেন, ধানের শীষের কোন বিকল্প নেই। উন্নয়ন মানেই ধানের শীষ সুতরাং জনগণ এবার ব্যালটের মাধ্যমে ধানের শীষ প্রতিকেই  ভোট দিয়ে আমাকে জয়লাভ করাবেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতায় এ্যাডভোকেট  আইয়ুব হোসেন বলেন, আমি নির্বাচিত হলে ধামইরহাট পৌরসভাকে উন্নয়নের রোল মডেল হিসেবে রুপান্তরিত    করবো। উপজেলা নির্বাচন অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, সুষ্ঠু ও শতভাগ সচ্ছতা নিয়ে উৎসব মুখর পরিবেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ৪ স্তরে নিরাপত্তা  বাহিনী  নিয়োজিত থাকবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button