রংপুর বিভাগসারাদেশ

বিরামপুরে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে কাজ করছে স্থানীয় প্রশাসন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি বিধি-নিষেধ
প্রতিপালনে জনসচেতনতা মূলক কার্যক্রমের পাশাপাশি বাড়ির বাইরে মুখে মাস্ক পরিধান নিশ্চিত করার জন‍্য বিনামুল্যে মাস্ক বিতরণ সহ আইন অমান্যকারীদের জরিমানা অব‍্যহত রেখেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
শতভাগ মাস্ক পরিধান নিশ্চিতে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার গত কয়েকদিনে পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মুখে মাস্ক না পড়ে বাইরে ঘোরাফেরায় বেশ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, কোভিড-১৯ প্রতিরোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করার জন‍্য বাংলাদেশ পুলিশ শুরু
থেকেই সচেতনমূলক প্রচারণা সহ বিনামুল্যে মাস্ক বিতরণ করে আসছে। এক্ষেত্রে উপজেলা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি থানা পুলিশের কার্যক্রম অব‍্যাহত থাকবে বলে জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button