সারাদেশ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে নৌযান চলাচল শুরু

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় ২ দিন সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পরে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কমায় সোমবার সকাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ায় দক্ষিণাঞ্চলের যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় বুলবুল-এর প্রভাবে শনিবার সকাল থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। শনিবার ভোর থেকে সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। বিকেলে ফেরি চলাচলও বন্ধ করে দেয়া হয়। দমকা হাওয়ায় উত্তাল ঢেউয়ে প্লাবিত হয় ঘাট এলাকা।

ঢেউয়ের গতিবেগ কমে আসলে রবিবার বিকেলে প্রথম ২টি কেটাইপ ফেরি ছাড়া হয়। পরে ৬টি কেটাইপ ও রো রো ফেরি চলাচল শুরু হয়। সদরঘাট থেকে দূরপাল্লার লঞ্চ ও এরুটের লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় এ রুটের ফেরিগুলোতে যাত্রীদের উপচেপড়া ভীড় ছিল।

আজ সোমবার সকাল থেকে পদ্মা নদীর উত্তালতা কমলে সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button