সারাদেশ

লালপুরে করোনা বিষয়ে সেনাবাহিনীর জরুরী সভা ও মাইকিং

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ “করোনাকে না করি অবহেলা, ঘরে থেকে করি মোকাবেলা” প্রতিপাদ্য নিয়ে নভেল করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্পর্কে জনগণের সচেতনতো বৃদ্ধির লক্ষ্যে নাটোরের লালপুরে জরুরী সভা করেছে সেনাবাহিনী। শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আরিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা পরিষদের সদস্য ও গোপালপুর পৌর বনিক সমিতির সভাপতি বদিউর রহমান বদর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জন প্রতিনিধিরা।

সভা শেষে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে উপজেলার বিভিন্ন বাজার এবং গ্রামে গ্রামে ঘুরে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা মুলক সভা এবং বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, মাস্ক ছাড়া কেউ চলাফেরা না করা, জনসমাগম না করাসহ সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য মাইকিং করেছে তারা। এসব নিয়োম ভঙ্গ কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তারা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button