রাজশাহী বিভাগসারাদেশ

শেরপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তাঁর নাম মো. আনোয়ারুল ইসলাম (৬৭)। তিনি পৌরশহরের উলীপুর এলাকার বাসিন্দা। গতকাল শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে নিজ বাড়িতেই মারা যান তিনি। একইদিন বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হয়। পরে উলীপুর সরকারি কবরস্থানে দাফন করা হয় এই মুক্তিযোদ্ধাকে। এ নিয়ে এই উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হলো। উক্ত জানাজায় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা হাফিজুর রহমান, উলীপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারীসহ উপজেলা ও পুৃলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী জানান, এই বীরমুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। বিগত তিন-চারদিন আগে থেকে তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে করোনা পরীক্ষার জন্য বগুড়ার একটি বেসরকারি হাসপাতালের পিসিআর ল্যাবে তাঁর নমুনা পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬জুলাই) সন্ধ্যার দিকে পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। তাতে রির্পোট পজিটিভ আসে। তবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর থেকেই নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু শুক্রবার ভোররাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি জানতে পেরে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের খবর দেই। তাদের সহযোহিতায় নিহতের লাশ জীবাণুমুক্ত করে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। তিনি নিজে উপস্থিত থেকে দাফন সম্পন্ন করেন বলে জানান এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে এই উপজেলায় গতকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৯২জন। এরমধ্যে করোনা জয় করে সুস্থ হয়েছেন ৭০জন। আর মৃত্যুবরণ করেছেন তিন। বাকিরা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button