সারাদেশ

শেরপুরে চালবোঝাই ট্রাক চাপায় ভ্যান চালকের মৃত্যু : আহত:১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে চাল বোঝাই ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে দেন। গতকাল বুধবার (১৮মার্চ) বেলা সোয়া তিনটার দিকে স্থানীয় শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের উপজেলার দুবলাগাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যান চালকের নাম মো. আলম হোসেন (৩০)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের সোলায়মান আলীর ছেলে।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, স্থানীয় দুবলাগাড়ী বাজার থেকে মোখলেছ এগ্রো ফুড লিমিটেডের একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৫৩৯৮) উক্ত স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বিপরীত থেকে আসা একটি ভ্যান ও মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক আলম হোসেন মারা যান। এ সময় নন্দীগ্রাম উপজেলার বড়পুকুড়িয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মোটরসাইকেল চালক মো. জাকারিয়া হোসেন (৪০) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ঘটনার পর চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে দাবি করেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button