রংপুর বিভাগসারাদেশ

সংবাদ কণিকায় সংবাদ প্রকাশের পর শুরু হলো সড়ক সংস্কার কাজ

নীলফামারী জেলা প্রতিনিধি: দৈনিক সংবাদ কণিকা পত্রিকায় সংবাদ প্রকাশের পর সৈয়দপুর তামান্না সিনেমা হলের সামনে থেকে ওয়াপদা মোড় পর্যন্ত নীলফামারীগামী সড়কটির সংস্কার কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার থেকে ওই সংস্কার কাজ শুরু হয়। তবে ভরবর্ষায় এ সংস্কার কাজ কতটুকু টেকসই হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে শহরবাসীর মাঝে।
স্থানীয় সূত্র জানায়, নিমার্ণের দুই বছর না যেতেই সড়কটির বিভিন্ন অংশে খানা – খন্দের সৃষ্টি হয়। এতে যান ও জন চলাচলে অযোগ্য হয়ে পড়ে সড়কটি। চরম ভোগান্তি সত্বেও প্রতিদিন ওই সড়কেই চলাচলকারি কয়েক হাজার লোকজনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছিল।
প্রায় ৩ কি:মি দীর্ঘ ওই সড়কে রয়েছে শিল্প সাহিত্য সংসদ সুপার মার্কেট, সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট, চৌধুরী টাওয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চিনি মসজিদ সহ গুরত্বপূর্ণ স্থাপনা। বাংলাদেশর ওয়ার্কার্স পাটির সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রুহুল আলাম (মাস্টার) বলেন, আগেও সড়কটির বেহাল অবস্থা থাকায় জনদাবির প্রেক্ষিতে মাত্র দু’বছর আগেই নির্মাণ করা হয়। বর্তমানে সংস্কার কাজ শুরু হয়েছে বর্ষাকালে। এতে করে সড়কটি কতদিন টেকসই হবে তা নিয়েও আমাদের সংশয় রয়েছে।
উল্লেখ্য দৈনিক সংবাদ কণিকা পত্রিকায় গত ২৮ জুন সংখ্যায় ’সংস্কারের মাত্র দুই বছরের মধ্যে খানা খন্দে শের -ই বাংলা সড়ক’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button