রাজশাহী বিভাগসারাদেশ

সাপাহারে মুজিব বর্ষ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া ও ঔষধ সামগ্রী বিতরণ

সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে নওগাঁর সাপাহার ১নং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বিভিন্ন উন্নয়ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষ্যে ২০১৯-২০২০ বার্ষিক উন্নয়ন এডিপি তহবিল কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে বছরব্যাপী প্রতিষ্ঠান গুলোর উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে সাপাহার ১নং সদর ইউনিয়ন পরিষদ তারই পেক্ষিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলজিডি কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরফান আলী, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, রাজ্যধর প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষক ইস্ফাত জেরিন মিনা, সাপাহার ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক গোলাপ খন্দকার প্রমুখ।

বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ৩টি কমিউনিটি ক্লিনিকে ঔষধ, চেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৮টি ফুটবল, ৪৬টি সিলিং ফ্যান, ক্রিকেট সেট ৫টি, কেরামবোর্ড ৩টি সহ প্রয়োজনীয় উপকরণ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button