চট্টগ্রাম বিভাগসারাদেশ

চট্টগ্রামে একদিনে আরও ১০৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৪৩৮৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ৩৬৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ১০৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৬০ জন নগরের ও ৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বুধবার (৯ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নগরীর ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে বুধবার ৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে নগরীর ৩৮ জনের করোনা পাওয়া গেছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ১৫০ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম নগরীর ৭ জনের ও বিভিন্ন উপজেলার ৪৮ জনের করোনা মিলেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে পটিয়ার ২২ জন, বোয়ালখালীর ৩ জন, রাঙ্গুনিয়ার ৩ জন, রাউজানের ৫ জন ও সীতাকুণ্ডের ১৫ জনের করোনা মিলেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত ৪ হাজার ৩৮৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ১০২ জন। সুস্থ হয়েছেন ২৯৪ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button