আন্তর্জাতিকলিড নিউজ

বিশ্বে মৃত্যু ৩ লাখ ৪২ হাজারের বেশি, যুক্তরাষ্ট্রে ৯৭ হাজার

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে ৩ লাখ ৪২ হাজারের বেশি মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৫৩ লাখের বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২১ লাখের বেশি মানুষ।
রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ১১ হাজার ৮৯ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪২ হাজার ১০৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২১ লাখ ১২ হাজার ১৯৮ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ২২ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ৯৭ হাজার ৮৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ২৩৯ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে রাশিয়ায়। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন এবং মারা গেছেন ৩ হাজার ৩৮৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৩৬ জন।
যুক্তরাষ্ট্রের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাজ্যে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩৬ হাজার ৭৫৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৫০৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১ হাজার ১৪২ জন।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলেও। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৭ হাজার ৩৯৮ জন, মারা গেছেন ২২ হাজার ১৩ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৫৮৭ জন।
এ ছাড়া, ইউরোপের দেশ স্পেনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৯০ জন, মারা গেছেন ২৮ হাজার ৬৭৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৩৭৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার ৩২৭ জন, মারা গেছেন ৩২ হাজার ৭৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৪০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৩৬ জন, মারা গেছেন ২৮ হাজার ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৯৮৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯৮৬ জন, মারা গেছেন ৮ হাজার ২৬১ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৭১৬ জন।
মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫২১ জন, মারা গেছেন ৭ হাজার ৩৫৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৭২ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৮৬ জন, মারা গেছেন ৪ হাজার ৩০৮ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬০২ জন।
ভারতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪২৩ জন, মারা গেছেন ৩ হাজার ৮৬৮ জন এবং সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৩৮৫ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ৮৪ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ হাজার ৩৩৫ জন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button