সারাদেশ

সেনাবাহিনীর ভয়ে পালাতে গিয়ে যশোর মনিরামপুরের এক যুবক আহত

যশোর প্রতিনিধি: সেনাবাহিনীর ভয়ে পালাতে গিয়ে মনিরামপুরের আক্তার হোসেন (২৪) এক যুবক মারাত্বক যখম হয়েছে।

স্থানীয় বিশেষ সুত্রে জানা যায়, ৯ এপ্রিল বৃহস্পতিবার উপজেলার শ্যামকুড় গ্রামের ঐ যুবক  তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে যাত্রী নেবার উদ্দশ্যে চিনাটোলা বাজারে অবস্থান করছিলো। সেখানে সন্ধা ৭টার দিকে সেনাবাহিনী জনসমাগম কম এবং সামাজিক দুরত্ব নিশ্চিত  করার জন্য অভিযান পরিচালনা করে।

এতে ভয় পেয়ে বাজারে অবস্থানরত লোকজন ভয়ে দিকবেদিক ছোটাছুটি করতে থাকে। আক্তার হোসেন তখন ভয় পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড় দেয়।বাজারের উত্তর দিকের গলিপথ দিয়ে দৌড়ানোর সময় একটি নির্মানাধীন ভবনের কাছে পা পিছলে গেলে, সেখানে থাকা রডের উপর গিয়ে পড়ে।এতে তার পেটে রড ঢুকে যায়।

ঘটনার পরেই স্থানীয় কয়েজন ব্যাক্তি তাকে উদ্ধার করে, ঐ বাজারের ডাঃ মনিরুজ্জামানের কাছে নিয়ে যায়। এর পরেই আনুমানিক রাত ৮ টার সময়  তার পেটে ৬ টি সেলাই দেওয়া হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button