রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে অসহায় ও ছিন্নমুলদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সাবেক মেয়র আখতার হোসেন বাদল

নীলফামারী জেলা প্রতিনিধি: ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। কিন্তু এই খুশি কিংবা আনন্দ একা নয় এলাকার অসহায়, দরিদ্র এবং ছিন্নমূল মানুষের সাথে ভাগাভাগি করে উপভোগ করলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ ধর্মীয় উৎসবের এবারের প্রেক্ষাপট সম্পন্ন ভিন্ন। এক দিকে বিশ্বমহামারী করোনা অন্যদিকে ভারীবর্ষণে বিপন্ন  মানুষ। পরিবহন ওই শ্রমিক নেতা  করোনা ঝুকির মধ্যেই তিনি ছুটছেন কখনো শ্রমিকদের  বিভিন্ন সমস্যা সমাধানে আবার কখনো বিভিন্ন   এলাকায়।  শুধু তাই নয়,ঈদের দিন  তিনি নিজে বাড়ি বাড়ি এবং বিভিন্ন এলাকায় গিয়ে আসহায় ও ছিন্নমূল মানুষের খোজখবর নেন এবং তাদের  হাতে রান্ন করা খাবার,  মাংস এবং উপহার  তুলে দেন।
এ ব্যাপারে আখতার হোসেন বাদল বলেন,মানুষকে ভালবাসা এবং মানুষের কাছ থেকে ভালবাসা পাওয়ার মত আনন্দ আর আর অন্য কোথাও নেই। তাই, আমার সামন্য সামর্থ অনুযায়ী তাদের পাশে দাঁড়নোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button