খুলনা বিভাগসারাদেশ

বেনাপোলে তিন কেজি গাঁজাসহ সহ দুই নারী গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পূর্বপাড়া গ্রামস্থ হাইওয়ে রোড সংলগ্ন চোরের রাস্তার সংযোগ স্থলে অভিযান পরিচালনা করে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ ৷

যশোর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদক মুক্ত যশোর গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানার সার্বিক তত্ত্বাবধানে  রবিবার বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মাসুম বিল্লাহ, এএসআই সিকদার মাসুম পারভেজ সংগীয় ফোর্স নিয়ে ভবেরবেড় পূর্বপাড়া গ্রামস্থ হাইওয়ে রোড সংলগ্ন চোরের রাস্তার সংযোগ স্থলে থেকে যশোর জেলার নরেন্দ্রপুর গ্রামের আজিজের মেয়ে মোছাঃ মনিকে (৩৭) ও বাগেরহাট জেলার বাগেরহাট থানার যাত্রাপুর গ্রামের আইয়ুব আলী শেখের মেয়ে মোছাঃ ফাতেমা খাতুনকে (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় ৷

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় পূর্বপাড়া গ্রামস্থ হাইওয়ে রোড সংলগ্ন চোরের রাস্তার সংযোগ স্থলে অভিযান পরিচালনা করে তিন কেজি  গাঁজাসহ  দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ গ্রেফতারের এবিষয়টি নিশ্চিত করে  বলেন,  তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে   ৷ মামলা নং -১১ ৷ তিনি আরো বলেন আগামীতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ৷

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button