সারাদেশ

হিলিতে আরও একজন করোনা রোগী শনাক্ত: ৪ বাড়ি লকডাউন

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে আরও একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে ফেরা (৩২) নামের এক যুবকের নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ।

হাকিমপুর (হিলি) উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে হিলিতে এসেছিল।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানান, আক্রান্ত ওই যুবক উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের নওপাড়া গ্রামের ছেলে।

তিনি আরো জানান, তার বাড়িসহ আশেপাশের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। করোনা রোগীর বাড়িতে খাবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। বাকি ৩টি বাড়িতে আজ শুক্রবার খাদ্যসামগ্রী পৌছানো হবে। যেকোন সমস্যা হলে উপজেলা প্রশাসনের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button