লিড নিউজ

ট্রেনের টিকিটের জন্য বিছানা-বালিশ নিয়ে স্টেশনে যাত্রীরা

চলছে ট্রেনের ঈদযাত্রার আগাম টিকিট বিক্রি। আজ রোববার (২৪ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। সকাল ৮টা থেকে টিকিট দেওয়া শুরু হলেও রাজধানীর কমলাপুরে ভিড় শুরু হয় রাত থেকেই।

কাঙ্ক্ষিত টিকিট পেতে বিছানা-বালিশ নিয়ে রাত থেকেই রেলস্টেশনে অপেক্ষা করতে থাকেন টিকিটপ্রত্যাশীরা। কেউ কেউ অভিযোগ করছেন, অনলাইনে কাটতে পারছেন না টিকিট। আছে কালোবাজারির অভিযোগও।

শনিবার (২৩ এপ্রিল) ইফতারের পর থেকেই সন্তানকে কোলে নিয়ে কমলাপুর রেলস্টেশনে টিকিট কাউন্টারের সামনে অপেক্ষায় নীলা আক্তার। ‘সোনার হরিণ’ রেলের টিকিট পেতে বিছানা-বালিশ নিয়ে এসেছেন থাকার প্রস্তুতি হিসেবে।

সকাল ৮টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে। টিকিটের ৫০ ভাগ দেয়া হবে কাউন্টারে। বাকি ৫০ ভাগ টিকিট পাওয়া যাবে অলাইনে। তবে কাউন্টারে আসা অনেকেই লাইনে দাঁড়িয়েই অনলাইনে টিকিট কাটার চেষ্টা করেন। অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন থেকেই লম্বা লাইন কমলাপুর রেলস্টেশনে। এরপরও দিনশেষে অনেককেই ফিরে যেতে হবে টিকিট না পেয়ে।

অনলাইনে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা থেকেই করোনার বিধিনিষেধের ২ বছর পর যানজট এড়িয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরতে ট্রেনের টিকিট পেতে এ লড়াই। এ সময় কেউ কেউ অভিযোগ করছেন টিকিট কালোবাজারিরও।

তবে দিন যত গড়াচ্ছে অগ্রিম টিকিটের জন্য লম্বা হচ্ছে যাত্রীদের লাইন। অনেকেই রাত কাটানোর জন্য চাদর-বালিশ নিয়ে অবস্থান নিয়েছেন কাউন্টারের সামনে। এই ঈদে প্রতিদিন ৫৩ হাজার ৯শ ৪৫টি টিকিট বিক্রি করবে রেলওয়ে। প্রথমবারের মতো টিকিট কাটতে এনআইডি নম্বর সংযুক্ত করায় সময় বেশি লাগছে এমন অভিযোগ রয়েছে যাত্রীদের।

ঘোষণা অনুযায়ী ২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়, যা চলবে ২৭ তারিখ পর্যন্ত। এর মধ্যে রোববার দেওয়া হচ্ছে ২৮ তারিখের টিকিট।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button