রংপুর বিভাগসারাদেশ

৪ দফা দাবিতে সৈয়দপুরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নীলফামারী জেলা প্রতিনিধি: ৪ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখা। দাবীগুলো হলো বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র সৈয়দপুর থেকে সরানো যাবে না এবং ওই স্বাস্থ্য কেন্দ্রে করোনা নমুনা সংগ্রহ বন্ধ করতে হবে, স্বাস্থ্য খাতে দূর্নীতি বন্ধ করতে হবে, সৈয়দপুর রেলওয়ে হাসপাতালকে করোনা চিকিৎসায় ব্যবহার করতে হবে এবং পৌরসভার নিজস্ব জমিতে পৌর পাইকারী সবজি বাজার (আড়ৎ) স্থাপন করতে হবে।
গতকাল রবিবার সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঘন্টা ব্যাপী ওই মানব বন্ধনে ওয়ার্কাস পার্টি ও এর সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মী অংশগ্রহন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড রুহুল আলম (মাষ্টার) বলেন, তাদের যৌক্তিক দাবীগুলো মানা না হলে সৈয়দপুর বাসিকে সাথে নিয়ে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এ অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, ছাত্র নেতা জাহিদ হোসেন, যুব নেতা মাহামুদুল হাসান তনুজ এবং জেলা কমিটির সদস্য কমরেড তোফাজ্জল হোসেন প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button