আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন দুই বাংলাদেশী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশী মারা গেছেন। এছাড়াও দেশটিতে ভয়াবহ এ ভাইরাসে এখন পর্যন্ত ২১ বাংলাদেশীর আক্রান্তের খবর পাওয়া গেছে। আর সবমিলিয়ে দেশটিতে মারা গেছেন ২৫৮ জন, আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মারা গেছেন নিউইয়র্কে। শহরটিতে গতকাল পর্যন্ত ৪৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। করোনার প্রকোপ ঠেকাতে নিউইয়র্ক শহরটি লকডাউন ঘোষণা করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো।

এছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, শুক্রবার নিউইয়র্ক, কানেকটিকাট ও ইলিনয়ে বসবাসকারী সবাইকে বাধ্যতামূলক বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন অঙ্গরাজ্যগুলোর গভর্নররা। এর আগে ক্যালিফোর্নিয়াতেও একই নির্দেশনা জারি করা হয়। এ নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

এদিকে শুক্রবার থেকে বন্ধ করে দেয়া হয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট। তবে অতি জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর এ যোগাযোগ করা যাবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button