আন্তর্জাতিক

আজ ট্রুডোর ভাগ্য পরীক্ষা

অনলাইন ডেস্ক

সোমবার কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ভাগ্য পরীক্ষা হবে এদিন।

বিবিসি জানায়, দেশটির ৪৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত পাঁচ সপ্তাহ ধরে দলগুলো নিজেদের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে প্রচারণা চালিয়েছে। দেশটি জুড়ে ৩৩৮ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে হলে কোনো একটি দলকে ১৭০ আসন জয় লাভ করতে হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সবার চেয়ে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে কনজারভেটিভ দলের নেতা অ্যান্ড্রু শিয়ার বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন তাকে। ২০১৭ সাল থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন অ্যান্ড্রু।

আরেক নবাগত প্রার্থী জগমিত সিংও নির্বাচনে প্রভাব ফেলতে পারেন। তিনি দুই বছর আগে বামপন্থী দল প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এর নেতৃত্বে আসেন।
তবে নির্বাচনী ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়ায় এনডিপি সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় দফায় তাকে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না দলটি।

নির্বাচনে কানাডাবাসীর কাছে যেসব ইস্যু প্রাধান্য পাচ্ছে, যেগুলো হলো স্বাস্থ্যসেবা, জলবায়ু, ট্যাক্স, শিক্ষা। এ ছাড়া আলোচনায় রয়েছে গাঁজার ব্যবহার বৈধকরণের মতো ইস্যুও।
তবে প্রার্থীরা জোরালোভাবে একক কোনো ইস্যুকে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তাই এ নির্বাচনকে ‘ইস্যুবিহীন নির্বাচন’ বলছেন বিশ্লেষকেরা। তাদের মতে, কোনো একজন প্রার্থীই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারেন। সারাদিন ভোট গ্রহণ শেষে স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ফলাফল ঘোষণা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button