রংপুর বিভাগ

কুড়িগ্রামের উলিপুরে স্বাধীনতা সেতুর নির্মান কাজের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে স্বর্ণময়ী সরোবর (কাচারী পুকুর) এর উপরে ‘স্বাধীনতা সেতু’র নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে ‘স্বাধীনতা সেতু’র নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান মিল্টন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, আওয়ামীলীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, নারায়ন বর্মন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই সিংহ, ক্রীড়া ও যুব সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, ত্রান ও পূর্ণবাসন সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, সহ-প্রচার সম্পাদক প্রভাষক শাহীনুর আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা প্রনয় সরকার প্রীতম, বণিক সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কোষাধ্যক্ষ আব্দুল মালেক, শিল্প ও বাণিজ্য সম্পাদক মনির হোসেন মোল্লা মনা, প্রমুখ।
জানা গেছে, পুকুরটির পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত  প্রায় ২শ ৮৫ ফুট দৈর্ঘ্য ও ৬ফুট প্রস্থ স্বাধীনতা সেতু নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৯০ লক্ষ টাকা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button