রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় নারী দাদন ব্যবসায়ীর হাতে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত; তিন বোন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পুলিশের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে নারীূ দাদন ব্যবসায়ী তিন বোনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেল ৫ টার দিকে সদর পুলিশ ফাঁড়িতে ঘটনাটি ঘটে। লাঞ্ছিত পুলিশ কর্মকর্তা খোরশেদ আলম সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)। আটক তিন দাদন ব্যবসায়ী, শহরের উত্তর চেলোপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী রেখা (৫২), একই এলাকার মজনু’র স্ত্রী সূর্য বেগম (৪৫) ও লালটু শেখ ওরফে নান্টু শেখ এর স্ত্রী ডুলি বেগম ওরফে ডলি (৪০)। তারা সম্পর্কে আপন বোন। সদর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, প্রায় একমাস আগে রোমেনা আফাজ রোড জলেশ্বরীতলা এলাকার আফরোজা আজিজ নামের এক গৃহবধূ জাতীয় পরিসেবা ‘৯৯৯’ এ কল করে অভিযোগ জানান তার বাড়িতে ভাংচুর ও হামলা চালানো হয়েছে। এস আই খোরশেদ’র নেতৃত্বে সদর ফাঁড়ি পুলিশের সদস্যরা সেখানে গিয়ে ওই তিন বোনকে হামলা বা ভাংচুর করতে নিষেধ করে। পাশাপাশি তাদের কোন অর্থ এ সময় ও নারীরা জানায় তারা আফরোজা আজিজের নিকট থেকে ৩৩ লাখ টাকা পাওনা থাকলেও তিনি টাকা না দিয়ে নানা তালবাহানা করে আসছে । এ বিষয়ে পুলিশ তাদেরকে আইনের অশ্রয় নিতে পরামর্শ দেন। এরপর থেকে দাদন ব্যবসায়ী তিন বোন তাদের সুদের টাকা উদ্ধার করে দিতে পুলিশের কাছে দাবি করে আসছিল। রোববার বিকেলেও তারা সদর পুলিশ ফাঁড়িতে এসে এসআই খোরশেদ এর কাছে সুদের টাকা উদ্ধার করে দাবি করতে থাকে। এ সময় তাদের আইনের আশ্রয় নিতে বললে তারা পুলিশের এসআই খোরশেদকে শারিরিক ভাবে লাঞ্ছিত করে এবং অফিসে হামলা চালায়। ঘটনা বেগতিক হয়ে পড়লে সদর থানা থেকে নারী পুলিশ সদস্যরা এসে তাদের আটক করে নিয়ে যায়। এদিকে গ্রেফতার নারী দাদন ব্যবসায়ী দুলি’র ছেলের বৌ তুর্কি বেগম বলেন, সদর ফাঁড়ির টাকা আদায় করে দেয়ার নাম করে তার শাশুড়িসহ তিন বোনকে ডেকে ফাঁড়িতে নিয়ে আসে। তবে অপর পক্ষ ফাঁড়িতে হাজির না হলে পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় উত্তেজনার সৃস্টি হলে পুলিশ তাদেরকে আটক করে। সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) তাজমিলুর রহমান জানান, কারও টাকা উদ্ধার করে দেওয়া পুলিশের কাজ নয়। তাদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়। তবে আটক তিন বোন উল্টো আমাদের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করেছে। বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গ্রেফতার সবাই চিহ্নিত দাদন ব্যবসায়ী। তারা অযৌক্তিক দাবি তুলে পুলিশ কর্মকর্তাকে লাঞ্চিত করেছে । তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button