রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে সাংবাদিক ফারুকের ভাই সড়ক দুর্ঘটনায় নিহত

নীলফামারী জেলা প্র্রতিনিধি :  নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক ফারুকের ছোট ভাই মিজানুর রহমান (৩২) সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আজ রবিবার সকাল ৬.৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার বিকেল ৪ টায় শহরের অদুরে চৌমোহনী নামক স্থানে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে গুরুতর আহত হয়।  পরে তাকে উদ্ধার করে স্থানীয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। তার মরদেহের জানাযা অনুষ্টিত হবে বাদ নামজে আসর শহরের বানিয়া পাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। মৃত্যুকালে সে স্ত্রী, দুই সন্তান, মা ও বড় ভাই রেখে গেছেন। তার এ অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়াম্যান মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, আলাপন সম্পাদক প্রবীণ সাংবাদিক আমিনুল হক, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, সাধারন সম্পাদক এমএ করিম মিস্টার, সাংগঠনিক সম্পাদক জিকরুল হক, সাবেক সভাপতি কাজী জাহিদ, সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও এম আর আলম ঝন্টু, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক শওকত হায়াত শাহ, দৈনিক মুক্ত ভাষা সম্পাদক ফয়েজ আহমেদ, সাংবাদিক আমিরুল হক আরমান, বুলবুল রায় চন্দন, রেজা মাহমুদ, রিপোটার্স ইউনিটির সভাপতি নুর মোহাম্মদ ওয়ালিউর রহমান রতন প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button