আন্তর্জাতিক

বিমানবন্দরে আম চুরি, ভারতীয় নাগরিককে দেশে পাঠানোর নির্দেশ

বিমানবন্দর থেকে দুটি আম চুরির অপরাধে এক ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার দিরহাম জরিমানাও করা হয়েছে।

খালিজ টাইমসে প্রকাশিত খবরের বরাতে এনডিটিভি জানিয়েছে, এক যাত্রীর মালপত্র থেকে দুটি আম চুরি করার দায়ে গত বছর দুবাই পুলিশ ওই ভারতীয়কে গ্রেফতার করেছিল, সোমবার জরিমানার অর্থ পরিশোধ করেছেন তিনি।

২৭ বছর বয়সী ওই ভারতীয় ২০১৭ সালের ১১ আগস্ট দুবাই বিমানবন্দরের পণ্যাগারে রাখা একটি লাগেজ খুলে ছয় দিরহাম মূল্যের ওই দুটি আম চুরি করেছিলেন।

২০১৮ সালের এপ্রিলে পুলিশ তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরপর তাকে গ্রেফতার করা হয়।

তদন্ত ও জিজ্ঞাসাবাদে আম দুটি চুরির কথা স্বীকার করেছেন ভারতীয় ওই নাগরিক। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে কাজ করতেন তিনি। কন্টেইনার থেকে যাত্রীদের লাগেজ নিয়ে এসে কনভেয়ার বেল্টে তুলে দেয়া ও সেখান থেকে লাগেজ কন্টেইনারে নিয়ে যাওয়া ছিল তার কাজ।

ঘটনার দিন তিনি খুব তৃষ্ণার্ত ছিলেন। পানির খোঁজ করে না পেয়ে দুটি আম সেখান থেকে চুরি করেন। ভারতে পাঠানোর জন্য রাখা ফলের বাক্স খুলে দুটি আম তিনি চুরি করেছিলেন বলে স্বীকার করেছেন তিনি।

পণ্যাগারের সিসিটিভি ক্যামেরায় বিমানবন্দরের ওই কর্মীকে যাত্রীর লাগেজ খুলতে ও চুরি করতে দেখা যায় বলেও তদন্তে বেরিয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button